1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
কাউখালীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগামহীন | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৮:৪৫ অপরাহ্ন

কাউখালীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগামহীন

  • শেষ হালনাগাদ : শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
  • ৫৪১ জন সংবাদটি দেখেছেন

কাউখালী প্রতিনিধি : কাউখালীতে দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতিতে সাধারন মানুষের দূর্ভোগ চরমে পৌঁছেছে। নিত্য প্রয়োজনীয় পন্যের দাম দিন দিন সাধারন মানুষের নাগালের বাইরে চলে গেছে। উপজেলার বির্ভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পিয়াজ ৮০ টাকা, মশুরী ডাল ১০০-১৩০ টাকা, চিনি ৫৬ টাকা, আদা ২০০ টাকা, করল্লা ৫০ টাকা পটল ৫০ টাকা ফুলকপি ৮০ টাকা সিম ১০০টাকা, শশা ৫০ টাকা, মিষ্টি কুমার ৪০ টাকা, বেগুন ৬০ টাকা, মূলা ৪০ টাকা, বরবটি ৫০টাকা, কাকরোল ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ডিমের হালি ৫০ টাকা, গরুর মাংশ ৫৫০টাকা, অন্যদিকে মাছের বাজারে আগুন। দক্ষিন বাজারের খুচরা ব্যবসায়ী আল আমিন জানান, মোকাম থেকে তরকারি বেশী মূল্যে ক্রয় করতে হয় তাই আমাদেরকেও বেশী দামে বিক্রি করতে হচ্ছে। ভ’ক্তভোগীরা জানান, বাজার মনিটরিং এর ব্যবস্থা না থাকায় এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের দাম দিন দিন বাড়াচ্ছে। সাধারন মানুষ তাদের কাছে এক ধরনের জিম্মি হয়ে পড়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) রফিকুল হক জানান, বাজারের মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে এবং পাশ^বর্র্তী উপজেলা কিংবা বাজারের চেয়ে বেশী দাম হাকাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে হবে।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x