1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy@gmail.com : Shuvo Roy : Shuvo Roy
  3. epiropur@gmail.com : e p : e p
  4. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
কাউখালীতে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন | পিরোজপুর পোষ্ট ২৪
মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ১২:০৫ পূর্বাহ্ন

কাউখালীতে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

  • শেষ হালনাগাদ : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৪১ জন সংবাদটি দেখেছেন
dav

কাউখালী প্রতিনিধি :
কাউখালীতে নারী ও কন্যা শিশু নির্যাতন ও ধর্ষনের ঘটনার প্রতিরোধ ও প্রতিকারের জন্য অপরাধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলি” এই শ্লোগান নিয়ে দেশব্যপী ধর্ষণ ও শিশু নির্যাতনের প্রতিবাদে কাউখালীতে মহিলা পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
ঘন্টা ব্যাপি মানববন্ধনে মহিলা পরিষদের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। কাউখালী উপজেলা মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমদ্দারে সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা সাহিদা হক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, মহিলা পরিষদের আন্দোলন সম্পাদিকা মাহাফুজা মিলি, ইজিএস শিক্ষানিকেতনের সহকারী শিক্ষক অনিমেষ মন্ডল, বাংলাদেশ ছাত্রলীগ কাউখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত, মহিলা পরিষদের সদস্য রীপা কাজী প্রমূখ।

dav


বক্তারা বলেন, দেশব্যাপী হঠাৎ করেই নারী ও শিশুদের উপর যৌন নির্যাতন বেড়ে গেছে। যা রাষ্ট্রের জন্য খুবই উদ্বেগ জনক। এ অবস্থা থেকে উত্তরনে আমাদের সবাইকে এক যোগে কাজ করতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। বক্তারা সংশ্লিষ্ট ঘটনার সাথে জরিতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবী জানান। মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমদ্দার বলেন, ঘন্টা ব্যাপী আমাদের এই মানব বন্ধন কর্মসূচি প্রতি মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x