1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
কাউখালীতে দ্যা গ্রাজুয়েট ক্লাব এর আত্মপ্রকাশ | পিরোজপুর পোষ্ট ২৪
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৫:২৩ পূর্বাহ্ন

কাউখালীতে দ্যা গ্রাজুয়েট ক্লাব এর আত্মপ্রকাশ

  • শেষ হালনাগাদ : বুধবার, ৭ আগস্ট, ২০১৯
  • ৫৭৬ জন সংবাদটি দেখেছেন

মোঃ তারিকুল ইসলাম পান্নু, কাউখালীঃ
সামাজিক উন্নয়ন মূলক কাজ করার লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে আত্মপ্রকাশ করেছে “দ্যা গ্রাজুয়েট ক্লাব, ‘কাউখালী” নামে একটি সামাজিক সংগঠনের। সভায় “দ্যা গ্রাজুয়েট কাব, কাউখালীর ২৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করা হয়।
সোমবার সন্ধ্যা ৭টায় কাউখালীর স্থানীয় সোহাগ রেস্তোরায় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশের ঘোষনা করা হয়। উপজেলার গণমাধ্যম কর্মী, তরুন জনপ্রতিনিধি, সাবেক ছাত্রনেতা ও সমাজকর্মীদের সমন্ময়ে গঠিত এ সংগঠনটি সমাজ উন্নয়নের প্রত্যয়কে সংগঠনের মূল মন্ত্র বলে ঘোষনা করে।
কমিটিতে সৈয়দ বশির আহম্মেদকে সভাপতি ও মো. মেহেদী হাসান সেতুকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করা হয়।
সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী সভায় কাউখালী উপজেলার সর্বস্তরের গ্রাজুয়েটদের যাচাই-বাছাই করে এবং মাদক মুক্ত একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ খান খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী প্রেসকাব সভাপতি মোঃ তারিকুল ইসলাম পান্নু, জাগরনী সমাজ কল্যাণ কাবের সভাপতি মোঃ সোহাগ তালুকদার প্রমুখ।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x