কাউখালী প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে জাহিদ হোসেন (২৫) নামে এক জেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নিহত ঐ জেলের লাশ উদ্ধার করে কাউখালী থানা পুলিশ । নিহত জেলে জাহিদ হোসেন উপজেলার চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের বেকুটিয়া গ্রামের মৃত গনি হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে মাছ ধরে রাতে বাড়িও ফেরেন জাহিদ। এরপর পরিবারের লোকজন মঙ্গলবার বাড়ির পাশের একটি বাতাবি লেবু গাছের সঙ্গে গলায় কাপড় প্যাচানো অবস্থায় ঝুলতে দেখেন। সংবাদ পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মো.কামরুজ্জামান তালুকদার বলেন, জাহিদ মানসিক রোগী ছিলেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে সে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশটি পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে, এটা আত্মহত্যা না হত্যা। এ ঘটনায় কাউখালী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।