কাউখালী প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালী উপজেলার জোলাগাতী গ্রামের ইব্রাহিম (৫০) নামে এক দিন মজুরের গাছ থেকে পরে মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম জোলাগাতী গ্রামের মৃত: ইছাহাকের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের দুলাল মৃধার বাড়িতে দিন মজুর হিসাবে রেনট্রি গাছের ঢাল কাটতে উঠে ইব্রাহিম। এসময় হঠাৎ ইব্রাহিম পা পিছলে নিচে পরে ঘটনাস্থলেই মারা যায়।
ভান্ডারিয়া থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান বলেন, ঘটনা স্থালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না দেওয়ায় ময়না তদন্ত করা হয়নি।