কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার ১নং সয়না-রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আনারস মার্কার প্রার্থী মোঃ গিয়াসউদ্দীন পলাশের মতবিনিময় সভা সোমবার বিকালে বিকালে সয়না-রঘুনাথপুর ইউনিয়নের ধাবঢ়ী বাজারে অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ্ব মোঃ কাদের হাওলাদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য কাঞ্চন আলী শেখ, মোঃ নাসিম শরীফ, মোঃ রুস্তুম আলী সরদার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে হোসেন রাব্বি, শংকর দাস সহ আরও অনেকে। দুই বারে ইউপি সদস্য, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান এবং চেয়ারম্যান প্রার্থী মোঃ গিয়াসউদ্দীন পলাশ মতবিনিময় সভায় এলাকার উন্নয়নের স্বার্থে সকলকে আনারস মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।আগামী ২৫ জুলাই (বৃহস্পতিবার) উপজেলার ১নং সয়না-রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।