1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
কাউখালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানকে বিদায় সংবর্ধনা | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২০ মার্চ ২০২৩, ১০:১৭ অপরাহ্ন

কাউখালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানকে বিদায় সংবর্ধনা

  • শেষ হালনাগাদ : সোমবার, ৫ আগস্ট, ২০১৯
  • ৫৪১ জন সংবাদটি দেখেছেন

তরিকুল ইসলাম পান্নু  কাউখালী  প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মনু মিঞার সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমনের পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, বিদায়ী অতিথি ইসরাত জাহান।

আরো বক্তব্য রাখেন, নবাগত সহকারী কমিশনার (ভূমি) রফিকুল হক, ওসি তদন্ত মোঃ ফরিদ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাজাদী শাহিন রেবেকা চৈতী, ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ, শেখ সামচ্ছুদ্দোহা চাঁন, আমিনুর রশীদ মিল্টন, মাহমুদ খান খোকন, সিকদার মোঃ দেলোয়ার হোসেন সহ আরও অনেকে।
এ সময় আরও উপস্থিত ছিলেন কাউখালী প্রেসকাব সভাপতি মোঃ তারিকুল ইসলাম পান্নু, সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ সহ মুক্তিযোদ্ধা, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন বলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ইসরাত জাহান সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। একাদশ সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন ও ইউনিয়নের উপ-নির্বাচনসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে মেধার স্বার রেখেছেন তিনি। এখানে দায়িত্ব পালনকালে কম সময়ের মধ্যেই কাউখালীর মানুষের হৃদয়ে তিনি স্থান করে নিয়েছেন।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x