1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
কাউখালীতে ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণা | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৮:৫৩ অপরাহ্ন

কাউখালীতে ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণা

  • শেষ হালনাগাদ : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৭৬ জন সংবাদটি দেখেছেন

নিজস্ব প্রতিবেদক
পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করার ঘটনা ঘটেছে। বুধবার ও বৃহস্পতিবার নম্বরটি ক্লোন করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ফোন করে টাকা হাতিয়ে নেওয়াসহ নানা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে একটি প্রতারক চক্র। তাই এ ব্যাপারে সর্বসাধারণকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। সচেতনতা সৃষ্টিতে প্রশাসনের ফেসবুক পেজেও পোস্ট দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও (ভারপ্রাপ্ত) রফিকুল হক বলেন, সরকারি কাজে ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি ক্লোন করা হয়। ক্লোন করা নম্বর দিয়ে একটি প্রতারক চক্র কাউখালী নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাহমুদুল হাছানের কাছে ফোন দিয়ে ল্যাপটপ দেবার কথা বলে ৮৮ হাজার টাকা হাতিয়ে নেয়। তাদের ফাঁদে পড়ে মাদরাসার সুপার ৮৮ হাজার টাকা বিকাশে পাঠিয়ে প্রতারিতও হয়েছেন।
ইউএনও আরও বলেন, ‘নম্বরটি ক্লোনের পর সর্বসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে। ফেসবুক আইডিসহ ইউএনও, কাউখালী,পিরোজপুর পেজেও সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
কাউখালী নেছারিয়া দাখিল মাদরাাসার সুপার মাহমুদুল হাছান বলেন, ইউএনও স্যারের পরিচয় দিয়ে আমার কাছে জানতে চান আমার প্রতিষ্ঠানে ল্যাপটপ আছে কিনা, তখন আমি বলি ছিল তা নস্ট হয়ে গেছে। তখন আমাকে বলল এখন আপনারা ল্যাপটপ নিলে ৮হাজার টাকা অফিস খরচ দিতে হবে এবং শিকরা যারা এ খরচ দিবেন তারা সকলেই টাকা পাঠিয়ে বৃহস্পতিবার বিকেলে আমার অফিসে এসে দেখা করবেন। আমি বুধ ও বৃহস্পতিবার দু’দফায় ১১জনের ৮৮হাজার টাকা বিকাশ করে পাঠিয়ে দেই। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) স্যারের কাছে দেখা করতে গেলে তখন বুঝতে পারি যে আমি প্রতারক চক্র কবলে পড়েছিলাম।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x