পিরোজপুর পোষ্ট ডেক্স :দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি আজ কলকাতা থেকে ঢাকায় এসেছেন । বাংলাদেশের ‘বিক্ষোভ’ ছবির শুটিং এর জন্য ঢাকায় এসেছেন বলে জানা যায়। শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমার শুটিং করতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার ফ্লাইটে ঢাকার উদ্দেশে কলকাতা থেকে রওনা দেন শ্রাবন্তী। জানা যায়, আগামীকাল গাজীপুরে ছবিটির শুটিংয়ে অংশ নেবেন তিনি। চলতি মাসের শুরুর দিকে ছবিটির শুটিং শুরু হয় কলকাতায়। ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি। ছবিটিতে শ্রাবন্তী ছাড়াও আরও অভিনয় করছেন শান্ত খান, বলিউডের রাহুল দেব প্রমুখ।