4 August- 2020 ।। ২১শে শ্রাবণ, ১৪২৭ বঙ্গাব্দ


মোছা. খালেদা খাতুন রেখা - উপজেলা নির্বাহী কর্মকর্তা

করোনায় আক্রান্ত কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা

পিরোজপুর পোষ্ট : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা । গত ১০ জুলাই ইউএনও’র নমুনা সংগ্রহ করে বরিশালে পাঠানো হয়েছিল। রবিবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান ।

জানা গেছে, গত ১০ জুলাই ইউএনও মোছা. খালেদা খাতুন রেখা ও তার মেয়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল পিসিআর ল্যাবে পাঠানো হয়। রবিবার রাতে পাওয়া রিপোর্টে ইউএনও’র করোনা পজেটিভ রিপোর্ট এলেও তার (ইউএনও) ৭ম শ্রেণিতে পড়ুয়া মেয়ের রিপোর্ট নেগেটিভ এসেছে।
ইউএনও মোছা. খালেদা খাতুন রেখা গত ৯ জুলাই থেকে কাউখালীর সরকারী বাসভবনে আইসোলেশনে রয়েছেন।ইউএনও খালেদা জানান, তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। তার পরিবারের সুস্থতার জন্য সবার কাছে তিনি দোয়া কামনা করেছেন।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির শুরু থেকেই একজন সম্মুখসারির যোদ্ধা হিসেবে কাউখালী উপজেলার বাসিন্দাদের সচেতন করতে মোছা. খালেদা খাতুন রেখা উপজেলার বিভিন্ন গ্রাম ছুটে বেড়িয়েছেন।  স্বাস্থবিধি মেনে চলার জন্য নিয়েছিলেন বিভিন্ন পদক্ষেপ। উপজেলাতে কেউ করোনায় আক্রান্ত হলে মুহূর্তেই তাদের বাড়ি হাজির হয়েছেন। তাদের খাদ্য সহায়তা, ফল, বই প্রদানসহ যুগিয়েছেন সাহস ও শক্তি।
আরো সংবাদ
   

সম্পাদক ও প্রকাশক : কে.এস.রায়

  • অস্থায়ী অফিস : লইয়ার্স  প্লাজা , পিরোজপুর ।
  • যোগাযোগ : ০৯৬৩৮০৪৭৫৭৩
  • ইমেইল : pirojpurpost24@gmail.com
টপ
হারিকেন ইসাইয়াসের হানা যুক্তরাষ্ট্রে মঠবাড়িয়ায় ট্রিপল মার্ডারের ঘটনায় দুজনের চার দিনের রিমান্ড মঞ্জুর ভ‌্যাকসিন নিয়ে কাজ করা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ অব‌্যাহত – স্বাস্থ্য সচিব জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরই পরিবর্তন আনতে হবে – মির্জা ফখরুল করোনায় আক্রান্ত সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলম নানা বাড়িতে বেড়াতে এসে লাশ হল শিশু তারিফ নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উৎঘাটনে মাঠে নেমেছে আইন শৃংক্ষলা বাহিনীর একাধিক টিম সরকার দোষীকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অমিতাভ বচ্চন করোনা জয় করলেন