পিরোজপুর পোষ্ট ডেক্স : ওয়েব সিরিজে অভিনয় করবেন বলিউডের আইটেম গার্ল খ্যাত সানি লিওন । কামসূত্র নামের ঐ ওয়েব সিরিজটি তৈরি করছেন একতা কাপুর । এমনি তথ্য পাওয়া গেছে ভারতীয় বলিউড ভিত্তিক কয়েকটি গণমাধ্যম থেকে ।
জানা গেছে, কামসূত্রের নিজের চরিত্র শুনে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছেন সানি লিওন । এর আগে নির্মাতা একতা কাপুরের সাথে রাগিনী এমএমএস-২ তে অভিনয় শুরু করেছেন । কামসূত্রের চরিত্রের জন্য সানির বিকল্প কেউ নেই বলে মনে করেন নির্মাতা একতা কাপুর । গোলি সম্প্রদায়রে এক নারীকে কেন্দ্র করে তরো শতকের প্রেক্ষাপটে কাল্পনিক এ সিরিজটি তৈরি হবে।