পিরোজপুর পোষ্ট : সম্প্রতি তানহা নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘ফেরারী’। ছবিটি পরিচালনা করবেন হাবিব খান। নতুন এই ছবিতে পুলিশের এসপি চরিত্রে অভিনয় করবেন।
নতুন ছবির প্রসঙ্গে তানহা মৌমাছি বলেম, ছবির গল্পটি যখন শোনায় ভালো লাগেছে। তাই কাজটি করার আগ্রহ দেখাই। নতুন বছরে ছবিটির শুটিং শুরু হবে।
আশা করি রোমান্টিক-অ্যাকশন ঘরানার এই ছবির মাধ্যমে দর্শক নতুন কিছু দেখতে পাবে। পরিচালক শাহীন সুমনের ‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে রুপালী পর্দায় আত্মপ্রকাশ করেন তানহা মৌমাছির ।
ইতিমধ্যেই তার ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’ ও ‘অনেক দামে কেনা’ সিনেমা গুলো মুক্তি পেয়েছে। এ মুক্তিপ্রাপ্ত এসব সিনেমায় তিনি কুশলী অভিনয় করে নজর কেড়েছেন।