মঠবাড়িয়া প্রতিনিধি :
আন্তর্জাতিক সেবা মূলক সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশের ১০৫ তম ক্লাব এপেক্স ক্লাব অব মঠবাড়িয়া এর ৩য় এজিএম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর ২০১৯) সকালে আইনজীবী ভবনে এপেক্স ক্লাব অব মঠবাড়িয়া সভাপতি এপে. অ্যাডভোকেট ইদ্রিস আলী ইমন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা-৫ গভর্নর ২০১৯ এপে. মেহেদী আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি-৫ এপে. সৈয়দ সাব্বির আহমেদ, ডিজি-৫ এপে. রেজাউল ইসলাম শামীম, পিডিজি-৫ এপে. ইকবাল রেজা মাসুম, পিডিজি-৫ এপে. আফজাল হোসেন টিপু, ইলেক্ট জেলা-৫ গভর্নর এপে. একেএম আক্তারুজ্জামান মাসুম, এপেক্স ক্লাব অব মঠবাড়িয়ার প্রতিষ্ঠাতা সভাপতি এপে. অ্যাডভোকেট উম্মে ছালমা সুমি। বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব মঠবাড়িয়ার সিনিয়র সহ-সভাপতি এপে. ইসমাইল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক এপে. আবুল বাশার, এপে. নাসির উদ্দিন, এপে. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এপেক্স ক্লাব অব মঠবাড়িয়া এর উত্থাপিত বার্ষিক প্রতিবেদন সভায় উপস্থিত সর্ব সম্মতিতে গৃহীত হয়। পরে সর্ব সম্মতিক্রমে এপে. ইসমাইল হোসেন হাওলাদারকে সভাপতি ও এপে. আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে এপেক্স ক্লাব অব মঠবাড়িয়া এর ২০২০ সালের নতুন কমিটি গঠন করা হয়।