পিরোজপুর পোষ্ট ডেষ্ক : ১৯৯৯ সালে প্রয়াত গুণী চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকনের ‘ম্যাডাম ফুলি’ দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন সিমলা। প্রথম ছবিতেই অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ঢাকাই ছবির নায়িকা সিমলা অনেকদিন ভারতের মুম্বইয়ে ছিলেন। কিছুদিন আগে দেশে ফিরেন তিনি। কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান কিংস এন্টারপ্রাইজের ব্যানারে ‘সফর’ নামে একটি হিন্দি ছবিতে কাজ করেছেন সিমলা। তবে এ ছবিটি এখনো মুক্তি পায়নি।
সিমলা জানান, মুম্বইয়ে মিরা রোডে থাকি আমি। বলিউডে গোবিন্দার একটি প্রোডাকশনের সিনেমায় সামনে কাজ করবো। ঢাকা আসার আগে এ ছবির গান রেকর্ডিংও হয়েছে। ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। চিত্রনাট্যের কাজও শেষ হয়েছে। আমি আগামী মাসে মুম্বই যাব। ডিসেম্বরের শেষে এ সিনেমার কাজ শুরু হওয়ার কথা রয়েছে। তাছাড়াও দেশে শহীদুল হক খানের নতুন একটি সিনেমায় কাজ করার কথাও রয়েছে। এরইমধ্যে মিটিং হয়েছে। ভালো মানের চলচ্চিত্র পেলে অবশ্যই কাজ করতে চাই।
প্রসঙ্গত, ‘গঙ্গাযাত্রা’, ‘রূপগাওয়াল’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’সহ বেশকিছু চলচ্চিত্রে কাজ করেন। বর্তমানে তার অভিনীত দুটি ছবি মুক্তির অপেক্ষায়। এগুলো হচ্ছে রাশিদ পলাশের ‘নাইওর’ এবং রুবেল আনুশের ‘প্রেম কাহন’।