পিরোজপুর পোষ্ট : আবারো আলোচনায় ঊর্বশী । বৃহস্পতিবার, মুম্বই বিমানবন্দরে ঊর্বশীকে গোলাপি টপ, সঙ্গে সিলভার শিমারি নেকলাইন বর্ডারে দেখা গেল। সঙ্গে তিনি পরেছিলেন ব্যাগি হাই ছেড়া জিন্স। পোশাকের সঙ্গে মিলিয়ে ন্যুড মেকআপ আর গোলাপি লিপস্টিকে দেখা গেল অভিনেত্রীকে। তাঁর চোখে ছিল ব্রান্ডেড রোদ চশমা।
নিজের ইনস্টাগ্রামে আরও একটি ভিডিয়ো পোস্ট করেছেন ঊর্বশী রাউতেলা। যেখানে বিমানের মধ্যেই ‘দ্য লেজেন্ড’ সিনেমার একটি গানে নেচেছেন এই অভিনেত্রী।
ছবিতে এক ইতালিয়ান মাইক্রোবায়োলজিস্টের ভূমিকায় দেখা যাবে ঊর্বশী রাউতেলাকে। তিনি ছবির প্রচারে সংযুক্ত আরব আমরশাহি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, থাইল্যান্ড’সহ নানান দেশে ঘুরছেন।