1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
উত্যাক্তকারী বখাটে তামিম গ্রেপ্তার | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৯:৫১ অপরাহ্ন

উত্যাক্তকারী বখাটে তামিম গ্রেপ্তার

  • শেষ হালনাগাদ : শনিবার, ৩১ আগস্ট, ২০১৯
  • ৬৪০ জন সংবাদটি দেখেছেন

সৈয়দ মাহফুজ রহমান, ভান্ডারিয়াঃ পিরোজপুরের ভান্ডারিয়া বন্দর সরকারী বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেনীর মেধাবী ছাত্রী ও ভান্ডারিয়া পৌর শহরের টিএন্ডটি সড়কের ব্যবসায়ী মো. রুহুল আমিনের কন্যা মোসাঃ রুকাইয়া আক্তার রুপা (১৫) বখাটেদের উৎপাত সইতে না পেরে আত্মহত্যা করেছে।
এ ঘটনায় রুপা বাবা ভান্ডারিয়া থানায় উক্তাক্তকারী তামিম খান ও তার সহযোগীদের আসামী করে মামলা দায়ের করেন। শনিবার বিকেল পৌনে ছয়টার দিকে আত্মহত্যায় প্ররোচনাকারী আসামী বখাটে তামিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানাগেছে, শনিবার বিকেলে ভান্ডারিয়া থানা পুলিশে একটি চৌকাশ দল সারাশি অভিযান চালিয়ে ভান্ডারিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জমাদ্দারের বাস ভবনের একটি কক্ষ থেকে বখাটেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস, এম মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার সহযোগীরেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মেধাবী ছাত্রী রুকাইয়া আক্তার রুপার মৃত্যুতে তার স্বজন, সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এর বিচার দাবীতে সকালে স্কুলের সন্মুখ সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন ও ভিক্ষোভ কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x