পিরোজপুর পোষ্ট : পিরোজপুর গোয়ান্দা পুলিশের (ডিবি) একটি দল ছদ্মবেশে ক্রেতা সেজে শুক্রবার বিকেলে জেলার ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ চরখালি গ্রামের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাস ছগির হাওলাদার (৪২) এবং একই এলাকার মৃত মোদাচ্ছের হাওলাদারের ছেলে শফিক হাওলাদার (৪৫)কে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে।
পিরোজপুর গোয়েন্দা পুলিশের এস আই মো. দেলোয়ার হোসেন জসিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ডিবি’র সদস্যরা ভান্ডারিয়া উপজেলার পশ্চিম চরখালি এলাকার তোফাজ্জেল হোসেনের বাড়ির সামনে থেকে মাদক ক্রেতা সেজে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
ভান্ডারিয়া থানার ওসি (তদন্ত) মো. ফরিদ উদ্দিন জানান, গোয়েন্দা পুলিশের এসআই দেলোয়ার হোসেন জসিম বাদী হয়ে ভান্ডারিয়া থানায় দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন এবং আসামীদের পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।