ইন্দুরকানী প্রতিনিধিঃ গ্রাহক সেবার মান উন্নয়নে ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাকিং শাখা উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল। ২৮ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় ব্যাকের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এ্যাড এম মতিউর রহমান। বিশেষ অতিথি থাকবেন চন্ডিপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আশ্রাফুল আলম, চন্ডিপুর কেসি কলেজের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মশিউর রহমান, কলেজের অধ্যক্ষ এস এম ইউনুছ আলী, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাঘা, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মোঃ মাকসুদুর রহমান এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জোন খুলনা।
এজেন্ট বাংকিং শাখার স্বত্বাধীকারী শেখ এন্টাপ্রাইজ এর পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান আমাদের প্রত্যন্ত অঞ্চলে আর্থিক লেনদেন, বৈদেশিক টাকা উত্তোল সহ ব্যাংকিং কার্যক্রমের তেমন কোন সু-ব্যবস্থা না থাকায় তাদের সুবিধার কথা চিন্তা করে এই এজেন্ট ব্যাংকিং শাখা চালু করেছি। এই শাখা চালু হওয়ার মধ্য দিয়ে এলাকার সর্বসাধারন তড়িৎ গতিকে ব্যাংকিংসুবিধা পাবে বলে আমি আশা করি।