ইন্দুরকানী প্রতিনিধিঃ
ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে মোঃ সাইদুর রহমান বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। শনিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রিজাইডিং অফিসার মোঃ সোহাগ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, প্রধান শিক্ষক মোঃ সেলিম খান, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শাহীন গাজী প্রমুখ। কমিটিতে শিক্ষক প্রতিনিধি ৩ জন এর,অভিভাবক প্রতিনিধি ৫ জন ও দাতা সদস্য ১ জন সদস্য নির্বাচিত হন। নির্বাচিত সদস্যের মধ্যে দাতা সদস্য এ্যাড. মোঃ আক্তারুজ্জামান ছগির অনুপস্থিত ছিলেন।