1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয় করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত | পিরোজপুর পোষ্ট ২৪
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন

ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয় করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  • শেষ হালনাগাদ : সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৫৮১ জন সংবাদটি দেখেছেন

পিরোজপুরের ঐতিহ্যবাহী ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয় করণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির আয়োজনে ইন্দুরকানী বাজারের সদর রোডে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মোহাম্মদ. সেলিম খানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সাবেক পত্তাশী ইউপি চেয়ারম্যান মোবারক আলী হাওলাদার, উপজেলা আওয়ালীগের সহ-সভাপতি আঃব্লদুল লতিফ হাওলাদার, উপজেলা যুবলীগ নেতা ইকরামুল সিকদার, সাংবাদিক আলমগীর কবির , আজাদ হোসেন বাচ্চু, ইন্দুরকানী বাজার কমিটির সভাপতি মাষ্টার আব্দুস ছত্তার হাওলাদার, সহকারি শিক্ষক মোহাম্মদ আরিফুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ শাহীন হাওলাদার প্রমুখ। মানববন্ধন কর্মসূচীতে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহন করেন।
বক্তারা বলেন, এই বিদ্যালয়টি এ উপজেলার একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। প্রতিবছর বিদ্যালয়টি থেকে জেএসসি ও এসএসসিতে ভাল ফলাফল করে আসছে। ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে এর কার্যক্রম চলে আসছে। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছে। তাই প্রধানমন্ত্রীর কাছে বিদ্যালয়টি জাতীয় করণের দাবি জানান। শিক্ষার মান্নোয়নে বিদ্যালয়টি জাতীয় করণ এখন সময়ের দাবি। সহকারি শিক্ষক মো. হেলাল উদ্দিন গাজীর মানববন্ধনটি  সঞ্চালনা করেন।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x