পিরোজপুর পোষ্ট : উৎসবমূখর পরিবেশে এবং সুষ্ঠভাবে পিরোজপুরের ইন্দুরকানী বাজার বনিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ইন্দুরকানী বাজারের ব্যবসায়ী মো. জহুরুল আলম (ওহাব) সভাপতি এবং মোহাম্মাদ সাইফুর রহমান (সোহাগ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪১৯ জন ভোটারের মধ্যে ৪১৫ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। বিকেল ৩টা থেকে ভোট গণনা শুরু হয়ে রাত সাড়ে ৭টায় শেষ হয়। নির্বাচনে ২১টি পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কমিশনার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
অন্যান্য পদে বিজয়ী প্রার্থীরা হলেন মো. সেকান্দার হাওলাদার ও মো. শাহিদুল ইসলাম (শহিদ) সহ-সভাপতি, মো. মিরাজ হোসেন ও মো. জাকির হোসেন-যুগ্ম সম্পাদক, মোহাম্মাদ নাজমুল হোসাইন (বাচ্চু) কোষাধ্যক্ষ, মো. শরিফুল ইসলাম (সানি) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মো. আসাদ প্রচার সম্পাদক, মো. ইলিয়াছ মীর দপ্তর সম্পাদক, মো. ছিদ্দিকুর রহমান কল্যাণ বিষয়ক সম্পাদক এবং সদস্য পদে মো. ছলেমান হাওলাদার, মো. আব্দুস সোবাহান মীর, নিয়াজ মোর্শেদ (রাজিব), মো. শামিম হোসেন, মো. মনির মাতুব্বর, আ. আলিম হাওলাদার, চাঁন মিয়া, নিজামুল, মোশারেফ মাতুব্বর ও মো. লুৎফর রহমান সদস্য নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কমিশনার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ জানান, বাজারের সুষ্ঠ পরিবেশ শৃংখলা রক্ষায় গোপন ব্যাপলটের মাধ্যমে ব্যবসায়ীদের বনিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। তিনি সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য ব্যবসায়ীসহ নির্বাচন কাজে সহযোগিতাকারী সকলকে ধন্যবাদ জানিয়েছেন।