ইন্দুরকানী প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদারের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় কমিটি। বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়। রবিবার বিএনপি নেতা ফায়জুল কবির তালুকদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের খবরে উপজেলার তৃণমূল বিএনপির নেতা কর্মিদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। গত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় হাই কমান্ডের নির্দেশনা অমান্য করে গত ৩১ মার্চ চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইন্দুরকানী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি অংশগ্রহন করায় কেন্দ্র তাকে দলীয় সাংগঠনিক সকল পদ পদবী থেকে বহিস্কার করেন।