ইন্দুরকানী প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনের তৎপরতা শুরু হয়েছে। যেকোন সময় কমিটি ঘোষনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। সভাপতি-সম্পাদক সহ গুরুত্ব পূর্ণ পদ গুলো পেতে চেস্টা তদবির এবং লোবিং চালিয়ে যাচ্ছেন একাধিক ছাত্রনেতারা।
দলিয় সিদ্ধান্ত অনুযায়ী নতুন কমিটি করার ঘোষনা দেয়ায় ছাত্র নেতা রাকিবুল ইসলাম তৃনমূল পর্যায়ে নেতাকমীদের সাথে গনসংযোগ সহ বিভিন্ন উপর মহলে লোবিং চালিয়ে আসছে বলে জানাগেছে। উপজেলা ছাত্রদলের সভাপতি পদে একাধীক প্রার্থী থাকলেও তরুন উদীয়মান ছাত্র নেতা রাবিকুল ইসলাম দলীয় কর্মকান্ডের অগ্রদুত হিসেবে বিগত দিনগুলোতে কাজ করে আসছে।
এ বিষয়ে রাকিবুল ইসলাম সাংবাদিকদের জানান, আমি মাধ্যমিক স্কুল পর্যায় থেকে শুরু করে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত আছি। দলীয় কর্মকান্ডে সুসময়- অসময়ে আমি আমার কর্মীদের নিয়ে দলের জন্য কাজ করে আসছি। এছাড়া আমি ইন্দুরকানী মেহেউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদলের সাধারন সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সদস্য থাকাকালীন সফল ভাবে দ্বায়ীত্ব পালন করেছি এবং বর্তমানে ইন্দুরকানী সরকারী কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতির দ্বায়ীত্ব পালন করছি। এযাবৎকাল আমি সংগঠনের সংবিধান পরিপন্থী কোন কাজ করিনি। বর্তমানে আমি একাধীক রাজনৈতিক মামলার আসামি আছি। দল যদি আমাকে মূল্যায়ন করে ও ইন্দুরকানী উপজেলা ছাত্রদলের সভাপতির দ্বায়িত্ব দেয় তাহলে ভবিষ্যতে উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে দলকে এগিয়ে নিয়ে যাব।
এ ব্যাপারে বিএনপির সাবেক সভাপতি আঃ লতিফ হাওলাদারের কাছে যানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন ইন্দুরকানী উপজেলা ছাত্রদলের কমিটির সুপার ফাইবে যাদের নাম রয়েছে তার মধ্যে রাকিবুল ইসলামের নামও রয়েছে। তবে তৃনমূলে যার সমর্থন বেশি থাকবে সেই হবে উপজেলা ছাত্রদলের কমিটির কান্ডারী।