27 May- 2020 ।। ১৩ই জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ


ইন্দুরকানী‌তে প্রথম ৩ করোনা রোগী শনাক্ত

‌ইন্দুরকানী প্রতিনিধিঃ ইন্দুরকানীতে এই প্রথম ঢাকা ও নারায়নগঞ্জ ফেরৎ ৩ জন ক‌রোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তিন জ‌নের ক‌রোনা প‌জি‌টিভ প্র‌তিবেদন ইন্দুরকানীতে এসে পৌঁছায়।এ বিষষয়ে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের আবা‌সিক চি‌কিৎসক আ‌মিন উল ইসলাম জানান, গত মঙ্গলবার উপ‌জেলার ৬ জ‌নের নমুনা সংগ্রহ ক‌রে‌ছি। আজ শুক্রবার সন্ধ্যায় প্রাপ্ত প্র‌তি‌বেদ‌নে ছয় জ‌নের ম‌ধ্যে তিন জ‌নের কো‌ভিড ১৯ প‌জি‌টিভ এ‌সে‌ছে। এ‌দের ম‌ধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। ঢাকা থে‌কে আগত মমতাজ (৫০), রুখসানা (৩৫) এদের দুজনের বাড়ি বা‌লিপ‌াড়ার সেপাই বা‌ড়ি‌তে। কিছু দিন পূ‌র্বে তারা মাই‌ক্রো বাস যোগে ঢাকা থে‌কে ইন্দুরকানীর বা‌লিপাড়ায় নিজ বা‌ড়ি‌তে আ‌সেন। তারপর থে‌কে আমাদের স্বাস্থ্যকর্মীরা তা‌দের নমুনা সংগ্র‌হের জন্য ক‌য়েকবার ওই বা‌ড়ি‌তে গি‌য়ে‌ছি‌লেন। কিন্তু তারা সবাই সুস্থ আ‌ছেন ব‌লে স্বাস্থ্যকর্মীদের ফি‌রি‌য়ে দেন। প‌রে গত মঙ্গলবার তাদের পাঁচজ‌নের নমুনা সংগ্রহ করা হয়।

এছাড়া করোনা আক্রান্ত অন্য ১ জনের বাড়ি উপজেলা সদরে দক্ষিন কালাইয়া গ্রামে।  সে নারায়নগঞ্জ  থেকে করোনা উপসর্গ  নিয়ে বাড়িতে  এসেছে  নাম বেলাল (২৫)। এ রিপোর্ট  আসার পরে এদের বাড়ি লকডাউন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অ‌ফিসার হোসাইন মুহাম্মদ আল মুজা‌হিদ জানান, আজ শুক্রবার রাতেই করোনা  আক্রান্তেদের বা‌ড়িসহ স‌ন্দেহজনক এলাকা লকডাউন করা হ‌য়ে‌ছে। এছাড়া আগামী দিন শ‌নিবার আক্রান্ত‌দের সংস্প‌র্শে থাকা সবার নমুনা সংগ্রহ করা হ‌বে।
আরো সংবাদ
   

সম্পাদক ও প্রকাশক : কে.এস.রায়

  • অস্থায়ী অফিস : লইয়ার্স  প্লাজা , পিরোজপুর ।
  • ফোন : ০৯৬৩৮০৪৭৫৭৩
  • মুঠোফোন : ০১৫২১৩০০৬০০
  • ইমেইল : pirojpurpost24@gmail.com
টপ
বিয়ের কথা জানালেন সোনাক্ষী ছুটি বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের ভারত সীমান্তের কাছে সামরিক বিমান ঘাঁটি নির্মাণ কাজ শুরু করেছে চীন : এনডিটিভি পিরোজপুরে বেড়েই চলছে নামে-বেনামে অনলাইন পোর্টালের দৌরাত্ম্য ১৫৫০ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা র‌্যাবের হাতে গ্রেপ্তার কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ : অভিযুক্ত গ্রেফতার প্রধানমন্ত্রীর উপহারের তালিকা নিয়ে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ পিরোজপুরে পূবালী ব্যাংক লকডাউন পিরোজপুরের সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব নুরুল ইসলাম মঞ্জু আর নেই কঁচা নদীতে ফেরীর সাথে ধাক্কা লেগে গাছের চারা বোঝাই ট্রলার ডুবি