ইন্দুরকানী প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে ৮ দলীয় হা-ডু-ডু টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার পথেরহাটের ১৭নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টূর্ণামেন্টের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ এম মতিউর রহমান, বিশেষ অতিথি ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্শ্ববর্তি ১০ নং হোগলাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্বা আকরামুজ্জামান, ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মৃধা, বালিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, ইন্দুরকানী উপজেলা যুবলীগ নেতা ইকরামুল শিকদার, ইউপি সদস্য মিজানুর রহমান, সহিদুল ইসলাম বাবুল তালুকদার, শহিদুল ইসলাম হাওলাদার প্রমুখ। উল্লেখ্য, খেলায় মোড়েলগঞ্জ উপজেলার লক্ষনেরহাট একতা ক্লাবকে ২-০ গোলে হারিয়ে ইন্দুরকানীর পথেরহাট যুব সংঘ সততা ক্লাব জয়ী হন। দুটি দলে যশোর থেকে আগত দেশের খ্যাতনামা হা-ডু-ডু খেলোয়ার টাইগার ও টগর অংশগ্রহন করেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ হা-ডু-ডু টূর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে ইন্দুরকানী ও পার্শ্ববর্তি মোড়েলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো দর্শকের সমাগম ঘটে।