ইন্দুরকানী প্রতিনিধি ঃ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় নিপা ডাকুয়া (১৩) নামের এক জেএসসি পরিক্ষার্থী পরিক্ষা দিতে গিয়ে ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানাগেছে, গত বুধবার উপজেলার পত্তাশী ইউনিয়নের কালাইয়া গ্রামের নিজ বাড়ি থেকে উপজেলার সেতারা স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে নিপা ডাকুয়া পরীক্ষার পর আর বাড়ি ফেরেনি। নিপার স্বজনরা সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজির পরও তার কোন সন্ধান না পেয়ে নিখোঁজ পরিক্ষার্থীর পিতা খোকন ডাকুয়া বৃহস্পতিবার ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, নিখোঁজের বিষয়ে থানায় জিডি হয়েছে। জেএসসি পরীক্ষার্থীকে উদ্ধারে পুলিশী তৎপরতা শুরু হয়েছে।
নিপা ডাকুয়া ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের কালাইয়া গ্রামের মো. খোকন ডাকুয়ার মেয়ে।