ইন্দুরকানী প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে ১০ বছরের সাঁজাপ্রাপ্ত ৬ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ইন্দুরকানী থানার এস আই মোঃ মাসুদুর রহমান, এএসআই মোঃ আব্বাস উদ্দিন ও মোঃ জাকির হোসেন সহ একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চর গাজীপুর গ্রামের মোশারেফ হোসেন খায়ের ছেলে দুর্ধর্ষ ডাকাত মোঃ সোবাহান খা (৪০)কে তার নিজ বাড়ি থেকে আটক করে। তার বিরুদ্ধে ইন্দুরকানী থানায় মাদক, অপহরণ, হত্যা, ডাকাতি, পুলিশের উপর হামলার ঘটনায় মামলা সহ ৫টি এবং ভান্ডারিয়া থানায় ১টি মামলা রয়েছে। সব মামলায়ই তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। অবৈধভাবে মাদক সরবরাহের মামলায় ২০১৭ সালে তাকে ১০ বছরের সাঁজা প্রদান করে আদালত। কিন্তু রায় ঘোষণার সময় সে তখন পলাতক ছিল।
ইন্দুরকানী থানার তদন্ত কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান জানান, ১০ বছরের সাঁজাপ্রাপ্ত এক ডাকাতকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আটক দেখিয়ে শুক্রবার পিরোজপুর কারাগারে পাঠানো হয়েছে।