1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
ইন্দুরকানীতে হুমায়রা বেকারী এ্যান্ড কনফেকশনারী উদ্ভোধন | পিরোজপুর পোষ্ট ২৪
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৭:১১ অপরাহ্ন

ইন্দুরকানীতে হুমায়রা বেকারী এ্যান্ড কনফেকশনারী উদ্ভোধন

  • শেষ হালনাগাদ : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
  • ৭১০ জন সংবাদটি দেখেছেন

ইন্দুরকানী প্রতিনিধিঃ
ইন্দুরকানীতে হুমায়রা বেকারী এ্যান্ড কনফেকশনারীর শুভ উদ্ভোধন করা হয়েছে। রোববার বিকাল আছরবাদ মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বেকারীর শুভ উদ্ভোধন করা হয়। এসময় মিলাদে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মনির শিকদার, সমাজ সেবক হুমায়ুন, সাংবাদিক নাছরুল্লাহ আল কাফি প্রমুখ।

উপজেলার সদর রোডে হাজী আফছার উদ্দিন মার্কেটে মনোরম পরিবেশে হুমায়রা বেকারী এ্যান্ড কনফেকশনারী করা হয়েছে। এখানে মহিলা ও পুরুষদের জন্য আলাদা কেবিন রয়েছে। মানসম্মত ফষ্টফুড খাবার সহ কসমেটিক্স সামগ্রীও এখানে পাওয়া যাবে।
হুমায়রা বেকারী এ্যন্ড কনফেকশনারী এর প্রোপ্রাইটর মোঃ মোঃ আলাউদ্দিন বলেন আমাদের উপজেলায় ভাল কোন ফাষ্টফুডের দোকান না থাকায় ভাল মানের খাবার পরিবেশনের জন্য আমি এই কনফেশনারী করেছি। এখানে দেশি-বিদেশী ভাল মানের সকল খাবার রাখা হবে। মহিলা ও পুরুষদের জন্য সম্পুর্ন আলাদা বসার ব্যবস্থা রয়েছে।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x