ইন্দুরকানী প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে সেচ্ছাসেবকলীগের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী দু’গ্রুপের পৃথক কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা সেচ্ছাসেবক লীগের দু’গ্রুপ ও বালিপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আয়োজনে পৃথক এ কর্মসূচী পালিত হয়। কর্মসুচীর মধ্যে নব গঠিত উপজেলা আহবায়ক কমিটির আয়োজনে সকাল ১০ টায় উপজেলা আ.লীগের দলীয় কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার পার্টি অফিসে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও মহিলা ভাইস-চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, পাড়েরহাট ইউনিয়ন আ.লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সদস্য সাইদুর রহমান সাইদ, মাহাবুব ফকির, জেলা শ্রমিকলীগের সদস্য আনিচুর রহমান, যুবলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) ইকরামুল শিকদার, সেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক আরিফুর রহমান টুটুল, মুনান সিকদার, পাড়েরহাট ইউনিয়ন যুবলীগের আহবায়ক মাইনুল শিকদার, বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান হাওলাদার সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
অপরদিকে উপজেলা সেচ্ছাসেবকলীগের পূর্নাঙ্গ কমিটির নেতা কর্মীরা সকালে প্রতিষ্ঠাবার্ষিকীর কেটে উপজেলা পরিষদ সড়কে একটি র্যালি বের করে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের পূর্নাঙ্গ কমিটির সভাপতি মাহামুদুর রহমান সোহেল, সিনিয়র সহ-সভাপতি আলী আকবর বেপারি, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, ফয়সাল মোর্শেদ কিসলু, হুমায়ুন কবির, বালিপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক জামাল মৃধা প্রমুখ।