ইন্দুরকানী প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার হুসাঈন মুহাম্মাদ আল মুজাহিদে’র সাথে উপজেলার বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি সাংবাদিকদের সাথে উপজেলার নানা সমস্যার কথা তুলে দরেণ, মাদক, বাল্য বিবাহ রোধ, ভেজাল বিরোধী অভিযান ও ইভটিজিং রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনসহ উপজেলার বিরাজমান সমস্যা চিহ্নিত করে সমাধানে সকলের সহযোগীতা কামনা করেণ। তিনি সাংবদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহব্বান জানান। একটি উপজেলাকে আদর্শবান উপজেলা হিসেবে গড়ে তুলতে শুধু প্রশাসনের পে একা সম্ভব নয়। তাই সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।