1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
ইন্দুরকানীতে সকালে ব্যবসায়ী নিখোঁজ, বিকালে মুক্তিপন দাবি | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৯:৩১ অপরাহ্ন

ইন্দুরকানীতে সকালে ব্যবসায়ী নিখোঁজ, বিকালে মুক্তিপন দাবি

  • শেষ হালনাগাদ : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ১৫৫৩ জন সংবাদটি দেখেছেন

ইন্দুরকানী প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে এক তেল ব্যবসায়ীকে সকালে অপহরন করে বিকালে মুক্তিপন দাবী করেছে অপরহনকারীরা। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ইন্দুরকানী বাজারের জ্বালানী তেল ব্যবসায়ী হারুন গাজী (৫৮) বাজারের নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে সে বাসায় ফিরে না আসায় স্বজনরা তাকে ফোন করলে তার মোবাইল নম্বরটিও বন্ধ পায়। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। পরে এ ব্যাপারে নিখোঁজ ব্যবসায়ীর ছেলে কুদ্দুস গাজী ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
এদিকে বিকাল ৩টার দিকে হারুন গাজীর নিজের ব্যবহৃত মোবাইল থেকে তার বাসার নম্বরে ফোন করে বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা মুক্তিপন দাবী করে অপহরনকারীরা। এ ঘটনায় উৎকন্ঠায় রয়েছে অপহৃত ঐ ব্যবসায়ীর স্বজনরা।
নিখোঁজ ব্যবসায়ীর ছেলে কুদ্দুস গাজী জানান, আমার বাবা সকালে বাসা থেকে হাটতে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি। পরে দুপুরে আমার বাবার মোবাইল নম্বর থেকে ফোন করে মুক্তিপন দাবি করেন। আমার বাবাকে কে বা কারা অপহরণ করেছে তা আমরা জানি না।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাবিবুর রহমান জানান, ইন্দুরকানী বাজারের এক ব্যবসায়ী নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। নিখোঁজ ওই ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা চলছে।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x