ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক র্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার বিকালে উপজেলা আ.লীগ কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাকের সভাপতিত্বে এতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সভাপতি এ্যাডঃ এম মতিউর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আ.লীগের সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান দিলরুবা মিলন, উপজেলা আ.লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন সেলিম, উপজেলা আ.লীগের সদস্য সাঈদুর রহমান সাঈদ, মাহাবুব হোসেন ফকির, জেলা শ্রমিকলীগ সদস্য আনিচুর রহমান, উপজেলা শ্রমীকলীগের আহবায়ক আব্দুল হাকিম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক লাভলু, পাড়েরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মাইনুল সিকদার, পত্তাশী ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক রফিকুল ইসলাম রফিক, সাইফুল ইসলাম মিন্টু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইকরামুল সিকদার।
আলোচনা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টের সকল শহীদদের স্বরনে দোয়া-মোনাজাত করা হয়।