1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
ইন্দুরকানীতে মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক লাভলুর অবস্থা অপরিবর্তিত | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২০ মার্চ ২০২৩, ১০:৫৫ অপরাহ্ন

ইন্দুরকানীতে মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক লাভলুর অবস্থা অপরিবর্তিত

  • শেষ হালনাগাদ : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৬৪০ জন সংবাদটি দেখেছেন

নিজস্ব প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত দৈনিক কালের কন্ঠ এবং একাত্তর টেলিভিশনের উপজেলা প্রতিনিধি জে আই লাভলুুর অবস্থা অপরিবর্তিত রয়েছে। গত১০ নভেম্বর রাতে তার ডান বাহুর অস্ত্রোপচার সম্পন্ন হলেও মাথা,বুকে ও পিঠে প্রচণ্ড আঘাত লাগার কারণে তিনি এখনো উঠে বসতে পারছেন না। বুকে, পিঠে প্রচন্ড আঘাত লাগার কারণে দেহে অসহ্য যন্ত্রণা অনুভব করছেন তিনি। এছাড়া গত দুইদিন ধরে কফের সাথে তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রবিবার ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডব শেষ হওয়ার পর দুপুর দুইটার দিকে নিজের মোটর বাইক নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন তিনি ।এরপর উপজেলার খোলপটুয়া, চন্ডিপুর, চরবলেশ্বর ও বালিপাড়া গ্রামে ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে সংবাদ সংগ্রহ শেষে সন্ধ্যার দিকে ইন্দুরকানী যাবার পথে বটতলা নামক স্থানে রাস্তার উপর পড়ে থাকা গাছের পাতা, অর্জুন গাছের ফল ও শুকনো ডালের উপর চাকা উঠে সড়কের উপর স্লিপ কেটে গাড়ির গতি হারায়। গাড়ির সাথে তিনিও এসময় রাস্তায় পড়ে যাওয়ায় সাথে সাথে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে থাকেন । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ওই দিন রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করা হয়। বর্তমানে তিনি খুলনা আড়াইশো বেড হাসপাতাল সংলগ্ন সাউদ জোন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় তার মাথায় ছয়টি এবং মুখের নিচে দুটি সেলাই লেগেছে। এছাড়া কপালের ডান পাশে, ডান চোখ, ডান হাতের আঙ্গুল, বাম হাতের দুটি আঙুল,দুই হাটু, দুই কানের নিচে এবং দুই পায়ের দুটি আঙ্গুল জখম হয়েছে।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x