1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
ইন্দুরকানীতে মুক্তিযোদ্ধা রুস্তম আলীকে রাষ্টীয় মর্যাদায় দাফন | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২০ মার্চ ২০২৩, ১০:৫৮ অপরাহ্ন

ইন্দুরকানীতে মুক্তিযোদ্ধা রুস্তম আলীকে রাষ্টীয় মর্যাদায় দাফন

  • শেষ হালনাগাদ : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
  • ৫৬৪ জন সংবাদটি দেখেছেন

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা ও আ.লীগ নেতা মোঃ রুস্তুম আলী বার্ধক্য জনিত কারনে অসুস্থ হয়ে পরলে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে সোমবার  রাত ৭:৪৫ মিঃ চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করেন ইন্নালিল্লা……….রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় রাস্ট্রীয় গার্ড অব অনার প্রদানের পর জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
তার জানাযায় উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম মতিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) নাজমুল আলম, ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবিবুবর রহমান, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতি সহ উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x