1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
ইন্দুরকানীতে ভাইকে কুপিয়ে জখম করেছে আপন ভাই ও ভাতিজা | পিরোজপুর পোষ্ট ২৪
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৬:২৮ অপরাহ্ন

ইন্দুরকানীতে ভাইকে কুপিয়ে জখম করেছে আপন ভাই ও ভাতিজা

  • শেষ হালনাগাদ : রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ৫৮৯ জন সংবাদটি দেখেছেন

ইন্দুরকানী  প্রতিনিধিঃপিরোজপুরের ইন্দুরকানীতে দিনমজুর মোহাম্মাদ মাঝী (৪৫) কে কুপিয়ে জখম করেছে আপন ভাই এবং ভাতিজা। রবিবার দুপুর ১ টার দিকে উপজেলার কলারণ গ্রামে এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ মাঝীকে স্বজনরা উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেছে।
আহত মোহাম্মদ মাঝীর মেয়ে লাইজু আক্তার জানান, রবিবার সকালে খাল কাটাকে কেন্দ্র করে বসত বাড়ির ৩ ধুর জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রথমে কথার কাটাকাটি হয়। এক পর্যায় আহতের ভাই জলিল মাঝি ও তার ছেলে রহিম মাঝি এবং তার স্ত্রী মনোয়ারা বেগম মোহাম্মদ মাঝীকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে গুরুতর আহত অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খাল কাটাকে কেন্দ্র করে বসত বাড়ির জমি নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে কথার কাটাকাটির এ পর্যায় ক্ষিপ্ত হয়ে মোহাম্মাদ মাঝিকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটে।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x