ইন্দুরকানী প্রতিনিধিঃ
ইন্দুরকানীতে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০১৯ পালিত হয়েছে জুনেটিক ডিজিজ কন্ট্রোল প্রগ্রাম, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে। ৩০ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সভা কক্ষে উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডাঃ শঙ্কর কুমার ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এ্যডঃ এম মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হুসাইন মুহাম্মাদ মুজাহিদ, এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাকিল মাহমুদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, সরকারি ইন্দুরকানী কলেজের প্রফেসার ও বিশিস্ট কলামিস্ট জাকারিয়া হোসেন। প্রেসকাব সভাপতি আলমগীর কবির মান্নু, সাধারন সম্পাদক গাজী আবুল কালাম, সাংবাদিক এইচ এম ফারুক হোসাইন, বেসরকারী উন্নয়ন সংস্থা রুপসী বাংলার পরিচালক আজাদ হোসেন বাচ্চু সহ উপজেলা স্বাস্থ বিভাগের কর্মকর্তা কর্মচারি বৃন্দ।