পিরোজপুরের ইন্দুরকানীতে বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই বৃহষ্পতিবার সকাল ১০ টায় ইন্দুরকানী উপজেলা পরিবার পরিকল্পনা কার্য্যালয়ের আয়োজনে র্যালিটি শুরু হয়ে উপজেলা প্রাঙ্গান প্রদক্ষিন করে, র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে পরিবার পরিকল্পনা অফিসার সোহাগ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যড এম মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর কুমার ঘোষ।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একে এম আবুল খায়ের।
উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প অফিসার শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, ভাইস-চেয়ারম্যান রুহুল আমিন বাঘা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রবীন্দ্র নাথ দাস।
পরে শ্রেষ্ঠ পরিবার কল্যান সহকারী, শ্রেষ্ঠ পরিবার কল্যান পরিদর্শক, শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক কাজের মূল্যায়ন হিসেবে ব্যাক্তি ও প্রতিষ্ঠানের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
জে আই লাভলু/পিরোজপুর পোষ্ট