ইন্দুরকানী প্রতিনিধিঃ
ইন্দুরকানীতে উপজেলা পর্যায় বিজয় ফুল প্রতিযোগিতায় ২২ নং মধ্য কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়য়ের ৫ম শ্রেণরি ছাত্রী তামান্না আক্তার বিজয়ী হয়েছে। তামান্না ২ নম্ভেবর পিরোজপুর জেলা পর্যায় প্রতিযোগিতায় অংশ গ্রহন করবেন। ২২ নং মধ্য কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হায়দার জানান আমার বিদ্যালয় উপজেলা পর্যায় বিজয়ী হওয়াতে আামরা খুশি আশা করি জেলা পর্যায় ও আমরা ভাল করবো। তামান্না কালাইয়া গ্রামের আলম সর্দার ও নাছরিন বেগমের বড় মেয়ে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ‘বিজয় ফুল’ উৎসব প্রতিযোগিতা জাঁকজমক পুর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর উপজেলা পরিষদ অডিটোরিয়াম, মঞ্চে একযোগে উপজেলার ৬৯ প্রাথমিক বিদ্যালয় বিজয় ফুল প্রতিযোগিতা অংশ গ্রহন করে।
এবার প্রতিযোগিতার মধ্যে ছিল বিজয় ফুল তৈরী, গল্প ও কবিতা রচনা , কবিতা আবৃত্তি, চিত্রাংকণ, একক অভিনয়, চলচ্চিত্র নির্মাণ এবং দলগত দেশাত্ববোধক ও জাতীয় সংগীত। প্রতিযোগিতায় বিভিন্ন ভেন্যুতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বিচারকের দায়িত্ব পালন করেন এবং কর্মকর্তাগণকে বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিকগণ সহযোগিতা করেন।
উপজেলার সকল শিা প্রতিষ্ঠানে ২৮ অক্টোবর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীরা ৩০ অক্টোবর উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছে এবং উপজেলার বিজয়ীরা ২ নভেম্বর জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে।