ইন্দুরকানী প্রতিনিধিঃ
ইন্দুরকানীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইন্দুরকানী থানা পার্কে সভায় সভাপতিত্ব করেন ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান।
সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের উপজেলা সভাপতি বাবু সুনিল কৃষ্ণ মজুমদার, চন্ডিপুর দূর্গা মন্দিরের সভাপতি সাংবাদিক দিবাকর দত্ত পুলিন প্রমুখ।
এসময় সভায় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক রনজিৎ কুমার হাজরা সহ উপজেলার বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ।
এব্যপারে ইন্দুরকানী থানার ওসি মো.হাবিবুর রহমান বলেন, উপজেলা পূজা উদযাপন কমিটি ও মন্দির কমিটির নেতৃবৃন্দদেরকে প্রতিটি পূজা মন্ডপে যাতে শান্তি পূর্ন ভাবে পূজা অনুষ্ঠিত হয় সে বিষয়ে দিক নির্দেশনা দেন। এছাড়া প্রতিটি পূজা মন্ডপে ১০ জন করে ভলান্টিয়ার রাখার পরামর্শ দেন।