1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
ইন্দুরকানীতে পুলিশের গুজব বিরোধী গণসচেতনা র‌্যালী ও আলোচনা সভা | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৬:৫৩ অপরাহ্ন

ইন্দুরকানীতে পুলিশের গুজব বিরোধী গণসচেতনা র‌্যালী ও আলোচনা সভা

  • শেষ হালনাগাদ : শনিবার, ২৭ জুলাই, ২০১৯
  • ৫৫১ জন সংবাদটি দেখেছেন

ইন্দুরকানী প্রতিনিধিঃ
ইন্দুরকানীতে পুলিশের সারাদেশে কল্লাকাটা (গলাকাটা) ছেলে ধরা গুজব বিরোধী গণসচেতনা র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইন্দুরকানী থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলা আ’লীগ অফিসের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পত্তাশী ইউনিয়ন পরিষদের সামনে শেষ হয়। পরে উপজেলার ইন্দুরকানী এফ করিম আলিম মাদ্রাসা ও বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদেরকে নিয়ে স্ব-স্ব প্রতিষ্ঠানে কল্লাকাটা (গলাকাটা) ছেলে ধরা গুজব বিরোধী গণসচেতনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবিবুর রহমান, তদন্ত কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান প্রমুখ। এসময় শিক্ষার্থীদের সারাদেশে কল্লাকাটা গুজবটি যাতে না ছড়ানো হয় এবং কাউকে সন্দেহ হলে তাকে আইনের হাতে তুলে দেয়ার নির্দেশ দেয়া হয়। পাশাপাশি সকলকে এই গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান করা হয়।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x