ইন্দুরকানী, প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে পুলিশ অভিযান চালিয়ে ৭ ওয়ারেন্টের আসামী গ্রেফতার করেছে। রোববার রাতে ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পত্তাশী ইউনিয়নের চাড়াখালী গ্রামের জুয়েল পঞ্চায়েত, ভবানীপুর গ্রামের জাম্বিয়া বেগম, রবিউল ইসলাম, বালিপাড়া ইউনিয়নের চন্ডিপুর গ্রামের শুকুর সিকদার, কলারণ গ্রামের নুরুল ইসলাম, সুলতান শেখ, পাড়েরহাট ইউনিয়নের ইকরবুনিয়া গ্রামের মোঃ শহিদুল ইসলামকে গ্রেফতার করে। মাদক মারামারির ঘটনায় দায়েরকৃত মামলায় তাদের বিরুদ্ধে আদালতের পরোয়ানা থাকায় গ্রেফতার করে পুলিশ।
ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবিবুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আদালতের পরোয়ানা থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আটক দেখিয়ে সোমবার পিরোজপুর কারাগারে পাঠানো হয়েছে।