ইন্দুরকানী প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে পল্লী বিদ্যুৎ এর গ্রাহক সেবার মান উন্নয়নে বিভিন্ন স্থানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৫ শে সেপ্টেম্বর সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত উপজেলার বালিপাড়া ও পত্তাশী ইউনিয়নের ৬ টি স্থানে এ উঠান বৈঠক চলবে।
ইন্দুরকানী উপজেলা পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোঃ ইসলাম হাওলাদারের পরিচালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র ইঞ্জিনিয়ার মোঃ মাইনুল ইসলাম। চন্ডিপুর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা কামাল হাওলাদারের বড়ির সম্মুখে উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বালিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোস্তফা কামাল হাওলাদার। এসময় সভায় উপস্থিত ছিলেন কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কুমার হালদার, সহ-প্রধান শিক্ষক সন্তোষ কুমার শীল, সমাজ সেবক জাকির হোসেন হাওলাদার, ব্যবসায়ী সিরাজুল ইসলাম টিটু প্রমুখ।
পরে পত্তাশী ইউনিয়নের খেজুরতলা ও মধ্য ইন্দুরকানী গ্রামে পিরোজপুর পল্লীবিদ্যুৎ সমিতির জুনিয়র ইঞ্জিনিয়ার আজাহারুল ইসলাম এর নেতৃত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বৈদ্যুতিক দুর্ঘটনা ও দূর্নীতি প্রতিরোধে গ্রাহক সচেতনতা মূলক আলোচনা করেণ। এবং গ্রাহক সেবার মান উন্নয়নে গ্রাহকদের সহযোগীতা কামনা করেন।
এর পরে উপজেলার আরো বিভিন্ন স্থানে উঠান বৈঠক করে গ্রাহকদের সচেতনতা মূলক দিক নির্দেশনা দেন।