ইন্দুরকানী, প্রতিনিধিঃ
পিরোজপুরেরর ইন্দুরকানীতে পারিবারিক নির্যাতন বন্ধ এবং নারী ও শিশু সুরক্ষায় আইনী সহায়তা বিষয়ক প্লাকার্ড ও ফেস্টুন বিতরণ করেন জেলা পুলিশ সুপার। সোমবার পিরোজপুর পুলিশ সুপার মোঃ হায়াতুল ইসলাম খান ও অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশে ইন্দুরকানী থানা পুলিশ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ প্লাকার্ড বিতরণ করেন। ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবিবুর রহমান উপজেলার সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কালাইয়া রাজিয়া রশিদ দাখিল মাদাসায় বিভিন্ন আইনী সহায়তা ও পুলিশ কর্মকর্তাদের মোবাইল নম্বর সম্বলিত প্লাকার্ড ফেস্টুন বিতরণ।
ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবিবুর রহমান জানান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারী ও শিশু সুরক্ষায় আইনী সহায়তা বিষয়ক প্লাকার্ড ও ফেস্টুন বিতরণ করা হয়েছে।