ইন্দুরকানী প্রতিনিধিঃ
’সেবায়-ই শান্তি, সেবায়-ই মুক্তি’এই শ্লোগান নিয়ে পিরোজপুরের ইন্দুরকানীতে দরিদ্র চিকিৎসা সহায়তা সংস্থা (ডিসিএসএস) নামে একটি সংগঠনের আত্ম প্রকাশ ঘটেছে। শনিবার সকালে ইন্দুরকানী সরকারি কলেজ মিলনায়তনে সংগঠনটির আত্ম প্রকাশ অনুষ্ঠানে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ হাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা ভাইস-চেয়ারম্যান রুহুল আমিন বাগা, ইন্দুরকানী সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান সিকদার, উপজেলা জেপি নেতা মুক্তিযোদ্ধা মোঃ মোশাররফ হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার স্বপন কুমার রায়,পত্তাশী ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান সিকদার,স্কুল শিক্ষক জাহিদুল ইসলাম, মোফাজ্জেল হায়দার, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক সেকান্দার আলী গাজী, ব্যবসায়ী আঃ মান্নান সিকদার, শাহাদাত হোসেন ফকির, দরিদ্র চিকিৎসা সহায়তা সংস্থার কার্যনির্বাহী পরিষদের সভাপতি মামুন সেখ, সাধারন সম্পাদক মিঠুন রায়, দপ্তর সম্পাদক খানজাহান সিকদার, প্রচার সম্পাদক রিয়াদ হাচান, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম প্রমুখ।
সংগঠনটির আত্ম প্রকাশ অনুষ্ঠানে এর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন সংগঠনটির সভাপতি মোঃ মামুন সেখ। এতে ৯ সদস্য বিশিস্ট কার্য নির্বাহী পরিষদ, ৯ সদস্য বিশিস্ট উপদেস্টা পরিষদ, এবং ৫১ সদস্য বিশিস্ট সাধারন পরিষদ গঠন করা হয়।
এই সংগঠনটির প্রতিষ্ঠার মধ্য দিয়ে সমাজের গরীব, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষ গুলো এর দ্বারা উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।