ইন্দুরকানী প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে যাত্রীবাহী বাস উল্টে খালে পরে প্রায় ৩০ জন আহত হওয়ার খবর পাওয়াগেছে। এদের মধ্যে ৫-৬ জনকে গুরুতর আহত অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সোমবার সকালে কলারণ খেয়াঘাট থেকে পিরোজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস মির্জাগঞ্জ ট্রাভেলস যশোর- ব ১০৬৫ নম্বর গাড়িটি চরবলেশ্বর এলাকায় এসে সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনার কবলে পরে।স্থানীয় সূত্রে জানাযায় পিরোজপুর থেকে ধেয়ে আসা ঘাতক ট্রাক ঢাকা মেট্রো-ট ১৬-২৩১৯ যাত্রীবাহী বাসটিকে ক্রোসিং করার সময় পাশে ধাক্কা লাগে। এসময় যাত্রীবাহী বাসটির একপাশের চাকা পাকা রাস্তার পাশে নরম মাটিতে চলে গেলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে পার্শবর্তী খালে পড়ে যায়। বাসটিতে স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রী ও নারী-শিশু সহ প্রায় ৪০ জন যাত্রী ছিল এদের মধ্যে প্রায় ৩০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে আহতদের মধ্যে ৫-৬ জনেকে গুরুতর অবস্থায় পিরোজপুর সদর হাসপাতালে সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।