ইন্দুরকানী প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে ৪৮ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।“বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ের উন্নয়ন”প্রতিপাদ্য নিয়ে জাতীয় সমবায় দিবস পালন করেছে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০ টায় এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলা পরিষদের সামনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে উপজেলা হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নিবার্হী অফিসার হোসাঈন মুহাম্মদ আল-মুজাহিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.এম মতিউর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন,উপজেলা সমবায় র্কমর্কতা জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদার,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান, ইন্দুরকানী প্রেসকাব সভাপতি আলমগীর কবির মান্নু, সাধারন সম্পাদক গাজী আবুল কালাম সহ সমবায়ীবৃন্দ।