ইন্দুরকানী প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীর বালিপাড়া ইউনিয়ন জাতীয় শ্রমিক পার্টি (জেপি’র) ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বালিপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা শ্রমিক পার্টির সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টি জেপির সদস্য সচিব আলহাজ্ব শাহিন হাওলাদার।
বিশেষ অতিথি ছিলেন ইন্দুরকানী উপজেলা জেপির যুগ্ম আহবায়ক কাওছার আহমেদ দুলাল, যুগ্ম সদস্য সচিব হারুন -অর রশিদ পান্না, মনিরুজ্জামান রানা, উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মোঃ জসিম মীর।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক শহিদুল আলম আকন, উপজেলা জেপি নেতা এনামুল কবির হাওলাদার, উপজেলা ছাত্র সমাজের সিনিয়র সহ-সভাপতি রাসেল হাওলাদার, বালিপাড়া ইউনিয়ন জেপি’র সাবেক সভাপতি মোঃ কবির হোসেন গাজী সহ উপজেলা জেপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি সহ অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন, জাতীয় পার্টি জেপি এ দলটি প্রতিষ্ঠার পর থেকে ৪ টি অঙ্গ সংগঠনের মাধ্যমে দলীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। বর্তমানে দলীয় কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আরো দুটি অংগসংগঠনের অনুমোদন দেন দলটির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু । নতুন অনুমোদনকৃত সংগঠন দুটি হচ্ছে জাতীয় শ্রমিক পার্টি ও জাতীয় সেচ্ছাসেবক পার্টি। ইতি মধ্যে সেচ্ছাসেবক পার্টির কমিটির কাজ সম্পন্ন হয়েছে। আজ তৃণমূল পর্যায়ে সম্মেলনের মাধ্যমে আমরা জাতীয় শ্রমিক পার্টির শুভ সূচনা করবো।
এসময় সর্ব সম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট বালিপাড়া ইউনিয়ন কমিটি ঘোষনা করা হয়। মোঃ সুলতান শেখ সভাপতি ও অহিদুল ইসলামকে সাধারন সম্পাদক করে এ কমিটির অনুমোদন দেন উপজেলা জাতীয় শ্রমিক পার্টি জেপির সভাপতি আবুল বাশার মৃধা।
অনুষ্ঠাটি সঞ্চালনা করেন জেপি নেতা মাওলানা রফিকুল ইসলাম।