ইন্দুরকানী প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস পালিত হয়। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এক বর্র্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের সামনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নিবার্হী অফিসার হোসাঈন মুহাম্মদ আল মুজাহিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন,উপজেলা যুব র্কমর্কতা,উপজেলা জেপি নেতা কাওসার আহমেদ দুলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগীর প্রমুখ্। দিবসটি উপলক্ষে প্রশিক্ষিত যুবদের মাঝে সনদপত্র ও চেক বিতরণ করা হয়।