ইন্দুরকানী প্রতিনিধিঃ
ইন্দুরকানীতে শ্রী কৃষ্ণের শুভ জন্মঅষ্টমী উপলক্ষে বর্নাঢ্য শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় উপজেলার হরিসভা মন্দির থেকে শোভাযাত্রা শুরু করে উপজেলা পরিষদ প্রদক্ষিন করে পুনরায় হরিসভা মন্দিরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে এ্যাড ননীগোপাল রায়ের সভাপতিত্বে এবং প্রভাষক বিকাশ চন্দ্র হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাবু সুনিল কৃষ্ণ মজুমদার। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এ্যাড এম মতিউর রহমান চেয়ারম্যান উপজেলা পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু স্বপন কুমার রায় সভাপতি হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখা ও অমল কৃষ্ণ সাহা তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি মহোদয়ের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানা অফিসার ইনর্চাজ হাবিবুর রহমান, ইন্দুরকানী থানা অফিসার তদন্ত মাহবুবুর রহমান। এসময় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বঙ্কিম ষাহা তালুকদার।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন বাবু দুলাল বৈদ্ধ সভাপতি কেন্দ্রীয় হরিসভা মন্দির ও মাস্টার শন্তোষ কুমার শীল সাধারন সম্পাদক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখা, সাংবাদিক দিবাকর দত্ত পুলিন, এছাড়া উপজেলা সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বর্নাঢ্য শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় হরিসভা মন্দিরে পবিত্র গীতা পাঠের পর বিভিন্ন ভক্তিমূলক গান ও ধর্ম আলোচনার পরে ভক্তদের প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি গোষনা করা হয়।