ইন্দুরকানী প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মানাধীন চার তলা ভবনের উপর থেকে পড়ে প্রাণে বেঁচে গেলেন সুদীপ (২৫) নামে এক নির্মান শ্রমিক। রবিবার বিকালে এ ঘটনা ঘটে। আহত ঐ নির্মাণ শ্রমিকের বাড়ি নীলফামারী জেলায়। স্বাস্থ্য কমপ্লেক্সের সম্প্রসারিত চার তলা ভবনের নির্মান কাজ করার সময় অসাবধানতা বশত পা ফঁসকে চার তলা থেকে মাটিতে পড়ে যান তিনি। প্রাণে বেঁচে গেলেও তিনি মুখ ও কোমড়ে আঘাতপ্রাপ্ত হন।
প্রত্যক্ষদর্শীরা আহত সুদীপকে উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। ঐ স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজের ম্যানেজার মাহামুদ এ তথ্য নিশ্চিত করেন। তবে আহত সুদীপ বর্তমানে শংকামুক্ত রয়েছেন বলে জানান তিনি।